Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০১৯

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য

 

প্রকল্পের উদ্দেশ্য:

ক্ষুদ্র খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট জেলাসমুহে বিপণন ব্যবস্থায় চাষিদের প্রবেশাধিকার উন্নয়ন।

 

মৎস্য অধিদপ্তর অংগের উদ্দেশ্য:

   প্রযুক্তি হস্তান্তর এবং মাছচাষিদের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা ও  উৎপাদন ‍বৃদ্ধির জন্য সমন্বিত উদ্যোগ

   উৎসাহিত করা।

 

 মৎস্য অধিদপ্তর অংগের লক্ষ্য:

১) অভ্যন্তরীণ মৎস্যচাষ ও অভ্যন্তরীণ মৎস্য আহরণ কার্যক্রমের স্থায়িত্বশীল উন্নয়নে সহায়তা প্রদান;

২) নির্বাচিত মৎস্য উৎপাদন মডেলসমূহকে প্রণোদনা প্রদান;

৩) মানসম্মত মৎস্য পোনা উৎপাদন এবং গুণগত মানসম্পন্ন মৎস্য খাদ্য ব্যবহার করায় সহায়তা প্রদান;

৪) সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনাসহ মৎস্য ব্যবস্থাপনার মাধ্যমে বিলে মৎস্য ব্যবস্থাপনার উন্নয়ন;

৫) বাজারে চাষিদের প্রবেশ উন্নততর করার জন্য লাগসই মার্কেট লিংকেজ তৈরি;

৬) সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার উন্নয়নসহ মৎস্য খাদ্যের উন্নয়নের লক্ষ্যে মান নিয়ন্ত্রণ কার্যক্রমে মৎস্য অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক  সক্ষমতা

     বৃদ্ধিতে সহায়তা;

৭) সম্প্রসারণ সেবা প্রসারের লক্ষ্যে স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (LEAF) মনোনয়ন, কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি;

৮) তথ্য প্রযুক্তি-ভিত্তিক সম্প্রসারণ পদ্ধতি প্রয়োগ;

৯) নির্বাচিত মৎস্য পণ্য বাজারজাতকরণে ক্ষুদ্র মৎস্য চাষিদের সহায়তা করা;

১০) নির্বাচিত জেলায় মৎস্য বাজারজাতকরণ অবকাঠামো স্থাপন ও ব্যবস্থাপনায় সহায়তা প্রদান;

১১) সিআইজি চাষিদের প্রযুক্তি বিশেষকরে জলবায়ু সহনশীল এবং উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার জন্য 

      Agricultural Innovation Fund-2 (AIF-2) এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য গ্রামীণ

      ক্ষুদ্র উদ্যোক্তাদের (AIF-3) এর আওতায় মূলধন সহায়তা প্রদান।